এ মৃত্যুর দায় কার ?
Mohammad Zakir Hossain Gazi, PRESIDENT, CHITTAGONG DIVISIONAL COMMITTEE, CHITTAGONG
Date: 2024-03-27, created: 2024-03-27 01:10:32
এই মৃত্যুটা কার কারণে হয়েছে কি জন্য হয়েছে কেউ কি বলতে পারেন এবং এ সমাজ কার কাছে বিচার দেবে তার পরিবার ও ছেলে সন্তান কার কাছে গিয়ে বিচার চাইবে, পুলিশের তারা খেয়ে এবং মামলায় ভয় দেখিয়ে আজ তার জীবনটা, বিচার চাইতে গেলে বলবে ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালিয়েছে, কেউ কি জানে এই বাংলাদেশের অর্থনৈতিক এর চাকা ঘুরাচ্ছে কারা এবং বাংলাদেশের জনগণের জানমাল প্রান্ত থেকে ও প্রান্ত নিয়ে যাচ্ছে কারা, আজ সে ড্রাইভার দের উপর অমানবিক নির্যাতন ও নিপিডিং চলে যাচ্ছে সে পুলিশ প্রশাসনের বিচার কি সাধারণ জনগণ করতে পারবে কারণ আমাদের স্বাধীনভাবে কথা বলার মুখ বন্ধ, কারণ আমরা যদি পুলিশের বিরুদ্ধে যদি বিচার চাইতাম যাই তার বিপরীত হবে উল্টা মামলা, কি বলবো মুখের ভাষা আর নাই বলার মত কিছুই নাই শুধু এতটুকু বলব, আল্লাহ যেন ওই সিএনজি ড্রাইভারকে ব্যস্ত নসিব করে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এতটুকই আল্লাহর কাছে দোয়া চাই এবং সকল ড্রাইভার ও শ্রমিক ভাইদের কে আল্লাহ যেন হেফাজত করে এবং আমরা যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পুলিশ হয়রানি করবে, কারণ পুলিশের বুক ও পিঠ নাই, এটাই আমাদের চোখের সামনে উঠে এসেছে