মানবাধিকার কর্মী হোন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করুন।গুগুলে IHCRF এ সার্চ দিয়ে অনলাইনে সদস্য হোন
MAUJUD SHEIKH AKASH, MANAGING DIRECTOR, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-04-28, created: 2024-04-28 13:51:29
IHCRF ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক আন্তর্জাতিক মানবাধিকার ও সংবাদ বিষয়ক সংগঠন।প্রায় দুই যুগ যাবত সংগঠনটি সততার সাথে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা ও থানা কমিটির মাধ্যমে আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতেছি।যেখানেই মানবাধিকার লঙ্ঘন হয় সেখানেই আমাদের কর্মীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আইনানুযায়ী মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন।আমাদের সংগঠনের সহ যত মানবাধিকার কর্মী আছেন সকলের প্রতি একটাই প্্রত্যাশা যারযার নিজ জায়গা থেকে মানুষের আইনীয় অধিকার বাস্তবায়নে কাজ করুন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করুন
এম এস আকাশ
ব্যাবস্হাপনা পরিচালক বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন।