ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল
MAUJUD SHEIKH AKASH, MANAGING DIRECTOR, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-05-26, created: 2024-05-26 22:00:23
উপকূলে বিধ্বংসী 'রেমাল'
উপকূলে তান্ডব চালাচ্ছে 'রেমাল'
চট্টগ্রাম ও কক্সবাজারে ৯ নম্বর মহা বিপদ সংকেত আবহাওয়া অফিস।
কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশংকা
ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
চট্টগ্রামে বঙ্গবন্ধু চ্যানেল কাল সকাল পর্যন্ত বন্ধ থাকবে। বাঘের হাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং সব এলাকার ও দূরবর্তী দ্বীপ চরাঞ্চলে ১০ নম্বর মহা বিপদ সংকেত।
চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর ও দূরবর্তী দ্বীপ ও চরাঞ্চলে ৯ নম্বর মহা বিপদ সংকেত।
কক্সবাজার ও বরিশালে বিমান উঠানামা বন্ধ।
প্রভাব শেষ না হওয়া পর্যন্ত সারাদেশে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ছুটি বাতিল।
প্রস্তুত নয় হাজার আশ্রয় কেন্দ্র ও ৮ লাখের বেশি মানুষ দুর্যোগ প্রতিমন্ত্রী।
রয়েছে সেনা নৌ বিমানবাহিনী সহ রয়েছে টাস্কফোর্স সদস্যরা ।
দুর্যোগ কবলিত এলাকায় প্রস্তুতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রী।
প্রবল ঘূর্ণিঝড় রেমাল এর কেন্দ্রভাগ এর পুরো অংশ থেকে ২ ঘন্টার মধ্যে উপকূলে প্রবেশ করবে।
মংলা হয়ে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে প্রবেশ করতে সময় নিবে ৩ থেকে ৫ ঘন্টা।
১০ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা বাতাসের গতিবেগ বর্তমানে ঘন্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার
সাতক্ষীরায় দুইজনের মৃত্যু মংলায়
ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে ট্রলারডুবি নিখোঁজ ২ জন।