ঘূর্ণিঝড় রেমালের বর্তমান অবস্থা
MAUJUD SHEIKH AKASH, MANAGING DIRECTOR, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-05-27, created: 2024-05-27 09:42:51
বরিশালে দুইজন সহ ভোলা পটুয়াখালী ও সাতক্ষীরায় পাঁচ জনের মৃত্যু।
মোংলায় ট্রলারডুবিতে দুইজন নিখোঁজ।
ঘূর্ণিঝড় এর প্রভাব শেষ না হওয়া পর্যন্ত সারাদেশের সব মন্ত্রণালয়ের কর্তা কর্মচারীর ছুটি বাতিল।
আশ্রয় কেন্দ্রে ৮ লাখের বেশি মানুষ।
বৈরীআবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ। পূর্ণশক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়।
রেমাল পটুয়াখালীর খেপুপারা ও পশ্চিম বঙ্গ দিয়ে অতিক্রম করছে সময় নিচ্ছে ৫-৬ ঘন্টা।
বাতাসের গতিবেগ ঘন্টায় ১১১ কিলোমিটার,
সাতক্ষীরার শ্যামনগর পটুয়াখালীর কলাপাড়ার পাঁচ থেকে ছয় ফুট জলোচ্ছ্বাস।
ঘূর্ণিঝড় রেমালের কারনে রাজধানী সহ সারাদেশের বৃষ্টি।
বাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে নিম্নচল ও বরগুনার ২০ টি গ্রাম প্লাবিত।
বাগেরহাটে তিনটি স্থানে ভেঙ্গে গেছে বেরিবাধ প্লাবিত ২৫টি গ্রাম।
ভেসে গেছে হাজার হাজার চিংড়ির ঘের।