যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ
md. Nuruzzaman Mithu, GENERAL SECRETARY, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-02-25, created: 2024-02-25 23:24:14
যানজট এখন রাজধানীতেই নয়, সারা দেশেই এর প্রভাব পড়ছে ক্রমাগত। দেশের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে এই ভয়ংকর সমস্যা। যানজটের কারনে যে ক্ষতি হচ্ছে, অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ। এই সমস্যা উপাদনশীলতাকে ক্ষতিগ্রস্থ করছে। দেশের রফতানি বানিজ্যকে অনিশ্চিত করে তুলছে। বিদেশিরা বাংলাদেশের রাজধানীকে ভিন্ন দৃষ্টিতে দেখে থাকে যানজটের কারনে, যেসব কারনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বিঘ্নিত হচ্ছে তার মুল কারন যানজট। ঢাকা মহানগরী বিশ্বের শীর্ষ স্থানীয় সমস্যাবহুল নগরী হিসেবে চিহ্নিত হয়েছে, রাজধানী ঢাকার যানজটের কারনে লোকসান আর ভোগান্তির কোন সীমা-পরিসীমা নেই।