IHCRF, এর মাননীয় চেয়ারম্যান এড.হুমায়ুন কবির ও মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক এম এস আকাশ মহোদয়ের পক্ষ থেকে বিশ্ববাসীকে ঈদ -উল আজহার শুভেচ্ছা।
MAUJUD SHEIKH AKASH, MANAGING DIRECTOR, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-06-16, created: 2024-06-16 16:00:59
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাননীয় চেয়ারম্যান এড.হুমায়ুন কবির আমেরিকা থেকে বিশ্ববাসীকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন, এবং পশু কুরবানীর মাধ্যমে মনের পশুকে কুরবানি দিয়ে নৈতিকতা প্রকাশের আহবান জানিয়েছেন। সেই সাথে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত ব্যাবস্হাপনা পরিচালক এম এস আকাশ বলেছেন মনের পশু কুরবানী কারাই এই ঈদের মূল লক্ষ্য। তিনি আরো বলেন কুরবানির গোস্ত গরীবের মাঝে সঠিকভাবে বিতরন করে তাদের মুখে হাসি ফুটাতে পারলেইতো আপনার কুরবানির সফলতা পাবেন।