রাসেল ভাইপার বর্তমান আতঙ্ক রাত চট্টগ্রামের সীতাকুন্ড আজকে সন্ধান পাওয়া গেছে তাই চট্টগ্রামবাসী সতর্ক, অতএব এ স দেখা মাত্র নিচের হট লাইন নাম্বারে যোগাযোগ করুন,রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন+8801999000095 +8801713076683 +8801916095643
Md masud islam, PUBLICITY SECRETARY, CHITTAGONG DIVISIONAL COMMITTEE, CHITTAGONG
Date: 2024-06-21, created: 2024-06-22 00:22:42
রাসেলস ভাইপার, একটি ভয়াবহ বিষাক্ত আতঙ্ক আর চরম মৃত্যু হুমকির নাম:
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। এই সাপ কাউকে ছোবল দিলে এন্টি ভেনোম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র ২০%। তাছাড়া, এই সাপের বিষের কোনো এন্টি ভেনোম নেই এদেশে।
আর এই দেশের জলবায়ুতে ও প্রকৃতিতে এই সাপের কোনো অবদান নেই। এটি ভারতীয় উপমহাদেশের অন্য একটি অঞ্চল থেকে পদ্মা পাড় হয়ে এদেশে অতি সম্প্রতি প্রবেশ করেছে।
আরো বেশি ভয়ংকর ব্যাপার হলো, অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না। বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই রাসেলস ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও নিজেই তেড়ে আসে আর ছোবল দেওয়ার আপ্রাণ চেষ্টা করে।
অন্যান্য সাপ ১ রকম বিষ ধারণ করলেও, রাসেলস ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয়। এরা ৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি রাজশাহী,নাটোর,পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই এখনই যদি সরকারিভাবে এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয়, তাহলে এই বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।অতএব আজকে চট্টগ্রামের সীতাকুণ্ড গুলিয়াখালি বিচ এ সাপের সন্ধান পাওয়া গেছে, ইতিমধ্যে মিরসরাই, বারিয়াহাট, এ সাপের খোজ খবর পেয়েছি অতএব সবাই সতর্ক থাকবেন।