বিশেষ বিজ্ঞপ্তি
MD MAMUNUR RAHMAN, IT AFFAIRS SECRETARY, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-10-14, created: 2024-10-14 20:10:46
তারিখ ঃ ১৪/১০/২০২৪ ইং
সকল সদস্যগণের অবগতি জন্য জানানো যাচ্ছে যে, ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস ক্রাইম রিপোর্টারস ফাউন্ডেশন এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ প্যানেল গঠনের জন্য সংগঠনের সকল বিভাগীয় ও জেলা কমিটি হতে সদস্য নেওয়া হবে।
উক্ত কমিটিতে অন্তর্ভূক্ত হতে আগ্রহী সদস্যগণ আগামী ০৭ (সাত) দিনের (২১/১০/২০২৪ ইং) মধ্যে মোঃ মামুনুর রহমান, সহ-সভাপতি, পরিচালনা পর্ষদ, এর সহিত যোগাযোগ করে এনআইডি এর কপি ও প্রত্যাশিত পদের নাম প্রস্তাব সহ নির্ধারিত ফরমে আবেদন করার জন্য জানানো হলো। আবেদন ফরম ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস ক্রাইম রিপোর্টারস ফাউন্ডেশন এর ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
আবেদনকারীকে অবশ্যই অনলাইন ভূক্ত একটিভ সদস্য হতে হবে। আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই পূর্বক সদস্য নির্বাচন করা হবে।
নির্দেশক্রমে
মোঃ মাওজুদ শেখ (আকাশ)
পরিচালক ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস ক্রাইম রিপোর্টারস ফাউন্ডেশন