যশোরে জাতীয় সমবায় দিবস উদযাপন
ALIP BISWAS, ORGANIZATIONAL SECRETARY, JASHORE ZILLA, JASHORE
Date: 2024-11-03, created: 2024-11-03 13:05:36
যশোরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে। জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর ই আলম সিদ্দিকী।
জেলা সমবায় ইউনিয়ন সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা সমবায় কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, সমবায় ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুকল্প সঞ্চয় সমবায় সমিতির সভাপতি মানবী বিশ^াস। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা রনজিৎ কুমার দাস। এর আগে কালেক্টরেট চত্বর থেকে শহরে র্যালি বের করা হয়।