মাগুরার শুভ সূচনা ২-১ গোলে খুলনাকে হারিয়ে
ALIP BISWAS, ORGANIZATIONAL SECRETARY, JASHORE ZILLA, JASHORE
Date: 2024-11-03, created: 2024-11-03 17:53:00
যশোরের বাঘারপাড়ার খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করেছে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি ও মাগুরার শালিখা উপজেলার ব্রাদার্স ইউনিয়ন। এদিন বিকেল সাড়ে তিনটায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেফারি মুস্তাফিজুর রহমানের বাঁশিতে মাঠে গড়ায় খেলা। নির্ধারিত সময়ে প্রথমার্ধ থেকেই ছিলো উভয় দলের মূহূর্মুহু আক্রমণ। ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন শালিখা দলের সাব্বির। এরপরই শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। এরপর ১৩ মিনিটের মাথায় তুহিন আরেকটি গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে সজিব খুলনা দলের পক্ষে প্রথম গোলটি করে খেলায় কিছুটা প্রাণ ফিরিয়ে আনেন। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে পরাজয় সঙ্গী হয় খুলনা দলের। খেলার ধারাবিবরণীতে ছিলেন, মাসুম রেজা তুষার, সুলতান মাহমুদ, ও ইফতেখার পিপুল।
এর আগে বিকেল তিনটায় বেলুন অবমুক্ত করে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল জব্বার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সাজু। বিশেষ অতিথি ছিলেন চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি ওমর আলী বিশ্বাস, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মালয়েশিয়া প্রবাসী মাহবুর রহমানের বড়ভাই রুবেল রানা ও খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আতিক। আগামী বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মাগুরার একতা স্পোর্টিং ক্লাব ও যশোরের অভয়নগর ফুটবল একাদশ। টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ এক লাখ টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।