অনলাইন অন্তর্ভূক্তির নোটিশ
MD MAMUNUR RAHMAN, IT AFFAIRS SECRETARY, CENTRAL COMMITTEE, BANGLADESH
Date: 2024-11-22, created: 2024-11-22 16:51:21
অনলাইন অন্তর্ভূক্তির নোটিশ
এত্বদ্বারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টাস ফাউন্ডেশন এর সকল সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল পুরাতন কমিটির সদস্যগণ এখনো আমাদের অনলাইনে / ওয়েব সাইটে নাম অন্তর্ভূক্ত করে অনলাইন আইডি সহ নতুন আইডি কার্ড গ্রহন করেন নি, তারা আগমী সাত (০৭) দিনের মধ্যে অনলাইনে ফরম পূরন করে নাম অন্তর্ভূক্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সংগঠনের সরকারী অনুমোদন নবায়ন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কমিটির তথ্য / তালিকা নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া সংগঠনের নাম ব্যবহার করে সদস্য নয় এমন অনেকে বিভিন্নভাবে প্রতারণা ও অর্থ আত্মসাত্বের অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসছে।
সেহেতু কিছু দিনের মধ্যে বাংলাদেশের সকল থানা সমূহে প্রতিবেদন ও পত্র মারফত আমাদের কমিটি সমূহের তথ্য / তালিকা পেরণ করা হবে। যেখানে অনলাইন অন্তর্ভূক্তির / তালিকাভূক্তির বাইরে কেউ আমাদের সদস্য নয় বলে বিবেচিত হবে, এবং এমন কেউ সংগঠনের সদস্য পরিচয় দিলে তাকে প্রতারক বিবেচনায় আইনের আওতায় আনার জন্য অনুরোধ করা হবে।
বিধায় সকলপ্রকার হয়রানি এড়াতে ও মানবাধিকার প্রতিষ্ঠায় একজন যোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনার নাম অনলাইনে তালিকা ভুক্তির জন্য অনুরোধ করা হলো।
অনলাইন আবেদনের লিংক : https://ihcrf.com/member_apply
এ বিষয়ে কোন প্রয়োজনে যোগাযোগ করুন : মামুনুর রহমান, আইটি বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি : ০১৬৭১ ৩৬৩ ২২৪
নির্দেশনায়
মামুনুর রহমান,
আইটি বিষয়ক সম্পাদক,
কেন্দ্রীয় কমিটি
ও
সহ-সভাপতি
পরিচালনা পর্ষদ